গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ ডাক বিভাগ
ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়
ফরিদপুর বিভাগ, ফরিদপুর ।
নথি নং-১৪.৩১.৮৬০০.৪৬১.১৪.০৪.২২ তারিখ, ফরিদপুরঃ ২৭-১১-২০২২ খ্রিঃ।
নিলাম বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে,শরীয়তপুর প্রধান ডাকঘরের সীমানার ভিতরে মেহগনি ও নারিকেল প্রজাতির ১৪টি গাছ সরাসরি দরদাতাদের উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে ।নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আগ্রহী ক্রেতাদের আগামী ১২/১২/২০২২ খ্রি: তারিখে বেলা ১০.৩০ ঘটিকার মধ্যে পোস্টমাস্টার, শরীয়তপুর প্রধান ডাকঘর এর কার্যালয়ে উপস্থিত হয়ে দর ঘোষনা করতে হবে ।একই দিনে যে দরদাতা বেশি মূল্যে গাছগুলো ক্রয় করতে আগ্রহী হবে তার নিকট গাছগুলো বিক্রয় করা হবে ।
শর্তাবলিঃ
১। সর্বোচ্চ দরদাতার দর অনুমোদিত হলে ৩(তিন) কার্য দিবসের মধ্যে সমুদয় টাকা শরীয়তপুর প্রধান ডাকঘরের অশ্রেনিখাতে জমা করে জমা রশিদের মূলকপি পোস্টমাস্টার, শরীয়তপুর প্রধান ডাকঘর এর নিকট হস্তান্তর করতঃ কার্যাদেশ গ্রহন করতে হবে । ২(দুই) দিনের মধ্যে গাছগুলো নিরাপদে নিজ খরচে এবং নিকতবর্তী কোন স্থাপনার কোনরুপ ক্ষতি সাধন না করে শিকড়সহ উঠিয়ে নিতে হবে; গাছ উঠানোর সময় নিকটবর্তী কোন স্থাপনার/ অন্য কোন গাছপালার কোনরূপ ক্ষতি সাধিত হলে তার ক্ষতিপূরণ দরদাতাকে বহন করতে হবে ;
০২। বিভাগীয় বনকর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফরিদপুর কর্তৃক গাছগুলোর নির্ধারিত প্রাক্কলিত মূল্য অপেক্ষা নিলাম দর কম হলে দরপত্র গ্রহন করা হবে না ;
০৩। সর্বোচ্চ দরদাতা কার্যাদেশ গ্রহণের পর যদি কোন কারণে গাছগুলো অপসারণ না করেন বা অপসারণ করতে অপারগ হন সেক্ষেত্রে অশ্রেণি খাতে জমাকৃত সমুদয় টাকা ফেরত দাবি করতে পারবেন না ;
০৪।কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিলাম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
(মোহাম্মদ তরিকুল ইসলাম)
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল
ফরিদপুর বিভাগ, ফরিদপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস